সৌদিতে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৩ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের তায়েফ শহরে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে তিন বাংলাদেশি ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (২৬ জানুয়ারি) এমন মর্মান্তিক দুর্ঘটনার সংবাদ পেয়ে মৃতদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

এর আগে (২৪ জানুয়ারি) রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তাদের মরদেহ ওই সৌদির একটি হাসপাতালে রয়েছে।

নিহতরা হলেন- কুমিল্লার দাউদকান্দি উপজেলার আসগর প্রধানের ছেলে লিটন মিয়া (৩০)। তার ভাগিনা চাঁদপুরের কচুয়া পৌরসভার দক্ষিণ নলুয়া এলাকার খোকন প্রধানিয়ার ছেলে মেহেদী হাসান (৩০) ও একই এলাকার রফিকুল ইসলাম মোল্লার ছেলে ফয়সাল হোসেন (২৫)।

দুর্ঘটনায় মৃত মেহেদী হাসানের চাচাতো ভাই মাসুদ হোসেন জানান, মঙ্গলবার দিনের শুরুতে এই তিনজন পানির ট্যাংক পরিষ্কার করার সময় শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। মঙ্গলবার দুপুরে বাংলাদেশে তাদের মৃত্যুর সংবাদ পৌঁছে। এরপর স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। দ্রুত সময়ের মধ্যে মৃতদের মরদেহ দেশে ফিরবে এমন প্রত্যাশা স্বজনদের।

এ জাতীয় আরো সংবাদ

কাতারে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

নূর নিউজ

নিউইয়র্কে মোদাসসের হত্যা; দোষীকে ধরতে পুলিশের ৩৫০০ ডলার পুরষ্কার ঘোষণা

নূর নিউজ

আল্লামা আব্দুল হালীম বোখারীর ইন্তেকালে আলনূর কালচারাল সেন্টার কাতার-এর শোক

নূর নিউজ