সৌদির কোভিড ভ্রমণ আইন ভঙ্গ করলে তিন বছরের নিষেধাজ্ঞা

সৌদি আরব সতর্ক করে বলেছে, কোভিড-১৯ রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কারণে তাদের করা কালোতালিকাভুক্ত দেশগুলোতে নাগরিকরা বেড়াতে গেলে তারা দেশে ফেরার পর তিন বছরের ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে পড়বে। খবর এএফপির।

মঙ্গলবার টুইটার বার্তায় সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিষেধাজ্ঞা আরোপ করা দেশগুলো ভ্রমণ করা ব্যক্তিদের ‘বড় ধরনের জরিমানা করা’ হবে এবং তিন বছর বিদেশ সফর নিষিদ্ধ করা হবে। চলমান করোনাভাইরাস মহামারি এবং এ ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের কালোতালিকাভুক্ত দেশগুলো সফর করা থেকে বিরত থাকতে সতর্ক করে দিয়েছে। আর সেটা সরাসরি হোক বা অন্য কোনও দেশ হোক।

সৌদি আরবের রাষ্ট্রীয় এয়ারলাইন সৌদিয়ার দেওয়া তথ্য মতে, নাগরিকদের প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাতসহ ১৬টি দেশ ভ্রমণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

ক্রমবর্ধমানভাবে ছড়িয়ে পড়া ডেলটা ভ্যারিয়েন্টের কথা স্পষ্টভাবে উল্লেখ না করে স্বারাষ্ট্র মন্ত্রণালয় জানায়, করোনাভাইরাসের নতুন রূপান্তরিত ধরন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ পর্যন্ত চিহ্নিত কোভিড-১৯ রোগের যেকোনো ধরনের চেয়ে এ ভ্যারিয়েন্ট সবচেয়ে বেশি সংক্রামক। এটি ভারতে প্রথম শনাক্ত হয় এবং তা এরই মধ্যে বিশ্বের বহু দেশে ছড়িয়ে পড়েছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত পাঁচ লাখ ২০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং আট হাজার ১৮৯ জন প্রাণ হারিয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

নির্বাচনে কারচুপি ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র

নূর নিউজ

শিশুদের নিয়ে উমরাহ পালন করতে চাইলে মানতে হবে নতুন নিয়ম

নূর নিউজ

২৪ রুশ কূটনীতিককে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

আনসারুল হক