সৌদি দূতাবাসের উদ্যোগে বাংলাদেশে ইফতার ও কুরআন বিতরণ কর্মসূচী

সৌদি সরকারের অর্থায়নে, সৌদি আরবের সরকারপ্রধান খাদিমুল হারামাইন আল-শরিফাইন বাদশাহ সালমান বিন আব্দুল আজীজ আল-সাউদের উদ্যোগে পৃথিবীর বিভিন্ন দেশে পবিত্র রামাযান মাস উপলক্ষে ইফতার, খেজুর ও কুরআনুল কারীম বিতরণ কর্মসূচী পালন করা হচ্ছে।

কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশে প্রায় ৫০ হাজার রোজাদারকে ইফতার, ৪০ টন খেজুর ও প্রায় এক লক্ষ কোরআন শরীফ বিতরণ করা হবে।

গত শনিবার (২৫ মার্চ) ঢাকাস্থ সৌদি দূতাবাসের ধর্মীয় বিভাগ কর্তৃক বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, শীর্ষস্থানীয় ওলামা মাশায়েখ ও টেলিভিশন ব্যক্তিত্বগণের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে বাংলাদেশে নিযুক্ত মাননীয় সৌদি রাষ্ট্রদূত জনাব ঈসা বিন ইউসূফ আল-দুহাইলান এসব কথা বলেন।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সৌদি দূতাবাসের ভারপ্রাপ্ত রিলিজিয়াস এটাচে জনাব মুবারক বিন আমেক আল-আনাযি, সৌদি মিলিটারি এটাচে ব্রিগেডিয়ার মুনিফ আল-হারবী, ধর্মমন্ত্রীর একান্ত সচিব জনাব সাদেকুর রহমানসহ সরকারী উর্ধতন কর্মকর্তা ও বরেণ্য শিক্ষাবিদগণ।

উক্ত অনুষ্টানের মাধ্যমে দেশের প্রায় ৩৫টি অঞ্চলে ইফতার, ৪০ টন খেজুর বিতরণ ও প্রায় ১ লক্ষ কোরআন শরীফ বিতরণ প্রোগ্রাম ২০২৩ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে সৌদি সরকারের বাদশাহ ফাহাদ কুরআন শরিফ প্রিন্টিং কমপ্লেক্স কর্তৃক মুদ্রিত কোরআন শরীফ ও বঙ্গানুবাদ বিতরণ করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

হঠাৎ আওয়ামী লীগের কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত

নূর নিউজ

আন্দোলনে বিএনপিকে বিকল্প কর্মসূচি রাখার পরামর্শ দিলেন শরিকরা

নূর নিউজ

এখন থেকে ঢাকায় অবকাঠামো নির্মাণে লাগবে সিটি করপোরেশনের অনুমোদন

নূর নিউজ