স্বাধীনতাযুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামী লীগের হাতেই আজ ভোটাধিকার হরণ হচ্ছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, নাগরিক ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যে দলটি সবচেয়ে বেশি ভুমিকা রেখেছিলো, আজ তাদের হাতেই নাগরিক ও ভোটাধিকার হরণ হচ্ছে। স্বাধীনতার ৫২ বছর পরও মানুষ ভাত ও ভোটের জন্য লড়াই করছে।

খাদ্যের জন্য টিসিবি’র ট্রাকের পিছনে মানবতা দৌড়াচ্ছে। এই কী স্বাধীনতা? এমন স্বাধীনতার জন্যই কি মুক্তিযোদ্ধা জীভনবাজি রেখে যুদ্ধ করেছিলো? তিনি বলেন, খাদ্যপণ্য, বিদ্যুৎ গ্যাসের দাম কমানো না গেলে এবং দুর্নীতি লুটপাট বন্ধ করতে না পারলে জনগণের ভোগান্তি লাঘব হবে না।

গতকাল শুক্রবার রাতে নগরীর যাত্রাবাড়ী আবদুল হামিদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ৬৩ নং ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন দলের ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারী ডা. মুহাম্মদ শহিদুল ইসলাম,ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মুফতী মোস্তফা কামাল,ঢাকা মহানগর দক্ষিণের সংখ্যালঘু সম্পাদক হাজী ইসমাঈল হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী এম.এইচ মোস্তফা, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব এমদাদুল ফেরদাউস, নগর নেতা মুফতী আখতারুজ্জামান মাহদী, ৬৩ নং ওয়ার্ড সভাপতি শফিজুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সম্মেলনশেষে নগর সেক্রেটারী নবগঠিত ৬৩ নং ওয়ার্ড নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান।

এ জাতীয় আরো সংবাদ

তোফায়েল আহমেদ অসুস্থ, নেওয়া হলাে দিল্লির হাসপাতালে

আনসারুল হক

৫২ উপজেলায় কোনো ভূমিহীন-গৃহহীন নেই: প্রধানমন্ত্রী

নূর নিউজ

গোল্ডেন মনিরসহ ৩ জনের ১৭০টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

আনসারুল হক