হজ পালন করে প্রথম ফ্লাইটে ঢাকায় আসলেন ২ হাজার ৫৮২ জন হাজি

হজের আনুষ্ঠানিকতা শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন হাজিরা। ফিরতি ফ্লাইটের প্রথম দিন রোববার মোট সাতটি ফ্লাইটে ঢাকায় ফিরেছেন ২ হাজার ৫৮২ জন হাজী।

ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

বুলেটিনের তথ্য মতে, রোববার (২ জুলাই) শুরু হয়েছে হাজিদের ফিরতি ফ্লাইট। সরকারি ব্যবস্থাপনার প্রথম ফিরতি ফ্লাইট (বিজি-৩৩২) স্থানীয় সময় রাত ৯টা ৫২ মিনিটে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে। সর্বশেষ সাতটি ফ্লাইটে দেশে ফিরেছেন ২ হাজার ৫৮২ জন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি, সৌদি এয়ারলাইন্স দুটি ও ফ্লাইনাস এয়ারলাইন্স চারটি ফ্লাইট পরিচালনা করে।

আগামী ২ আগস্ট হাজীদের ফিরতি ফ্লাইট শেষ হওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

অবিলম্বে মাওলানা এহসানুল হককে মুক্তি দিন

আনসারুল হক

ইউক্রেনে ৩২ সাংবাদিক নিহত

নূর নিউজ

বিশ্বজুড়ে ফের বেড়েছে খাদ্যপণ্যের দাম

নূর নিউজ