হজ শেষে দেশে ফিরছেন হাজীরা, বিমানবন্দরে আনন্দঘন পরিবেশ

পবিত্র হজ শেষে দেশে ফিরছেন হাজীরা। ডেডিকেটেড হজ ফ্লাইট ছাড়াও অনেকে নিয়মিত কর্মাশিয়াল ফ্লাইটেও দেশে ফিরছেন তারা। সৌদি আরবে বাংলাদেশ হজ অফিসের তথ্য মতে, ১৫ই জুলাই রাত ২টা পর্যন্ত দেশে প্রত্যাবর্তনকারী হাজীর সংখ্যা ১ হাজার ১৭৪ জন। এবছর সৌদি আরবে হজ করতে গিয়ে মারা গেছেন মোট ১৯ জন। এরমধ্যে পুরুষ ১৪ জন এবং নারী পাঁচ জন।

এদিকে ৪১৬ জন হাজীকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলতি মৌসুমের প্রথম ডেডিকেটেড ফিরতি হজ ফ্লাইট বিজি-৩৫০২ গতকাল বৃহস্পতিবার রাত ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছায়। হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান ফুল দিয়ে তাদের স্বাগত জানান।

এবছর ৬০ হাজার ১৪৬ জন হজ পালনের সুযোগ পান। হজ অনুষ্ঠিত হয়েছে ৮ই জুলাই।

এ জাতীয় আরো সংবাদ

এবার পতাকা পরিবর্তন করতে যাচ্ছে সৌদি

নূর নিউজ

রাশিয়ার বিপক্ষে ভোট না দেওয়ায় বাংলাদেশকে টিকা দেবে না লিথুয়ানিয়া

নূর নিউজ

দেশের সকল শিক্ষা কারিকূলামে বাইতুল মোকাদ্দাসকে পাঠ্যসূচীর অন্তর্ভূক্তি দাবী

নূর নিউজ