হাটহাজারীর শূরা সদস্য মাওলানা হাফেজ সোহাইব নোমানীর ইন্তেকাল

খতীবে আজম আল্লামা ছিদ্দিক আহমদ (রহ.) এর সাহেবজাদা ও দেশের সর্ববৃহৎ দীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলূম হাটহাজারীর শূরা সদস্য মাওলানা হাফেজ সোহাইব নোমানী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার দিবাগত রাত ১টায় চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে মাওলানা সোহাইব নোমানীর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, ৪ মেয়ে ও বহু শুভাকাক্ষি রেখে গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের ভাগিনা জাবিদ আহসান খালিদ। তিনি বলেন, ব্লাডার ইনফেকশনের কারণে মাওলানা সোহাইব নোমানী চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল রাত ১টায় তিনি ইন্তেকাল করেন।

আজ মঙ্গলবার বাদ আসর বরইতলী মাদরাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মাওলানা সোহাইব নোমানী কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ফয়জুল উলুম মাদরাসার মুহতামিম ছিলেন। ৪০ বছর এই প্রতিষ্ঠান পরিচালনা করেছেন।

এ জাতীয় আরো সংবাদ

সাইবার অপরাধের জড়িয়ে পড়ছে কওমি তরুণেরা, উত্তরণের উপায় কী?

নূর নিউজ

ইংরেজ বিতাড়নের পর আমাদের শিক্ষাব্যবস্থা যেমন হওয়া উচিত ছিলো

নূর নিউজ

দিল্লিতে করোনার প্রকোপ, দারুল উলুম দেওবন্দে ফের বিধিনিষেধ জারি

নূর নিউজ