লালমনিরহাটের হাতীবান্ধায় অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে রহিম মিয়া নামে (২৮) এক ভারতীয় গরু ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ১৫০০ ভারতীয় রুপি উদ্ধার করে বিজিবি। আজ বুধবার সকালে ওই ভারতীয় নাগরিককে জেল হাজতে প্রেরণ করে হাতীবান্ধা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত রহিম মিয়া ভারতের কোচবিহার জেলায় শীতলকুচির থানার গিজালদা গ্রামের সুখলাল মিয়ার ছেলে।
বিজিবি জানান, গতকাল মঙ্গলবার রাতে ওই উপজেলায় ভেলাগুড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাকে গ্রেপ্তার করেন বিজিবি’র জাওরানী ক্যাম্পের টহল দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গরু ব্যবসার জন্য অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের কথা স্বীকার করেছেন। পরে তাকে হাতীবান্ধা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় বুধবার সকালে গ্রেপ্তারকৃত রহিম মিয়াকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।