দেশের অসংখ্য আলেমের রাহবার ও হাফেজ্জী হুজুর রহ:-এর স্নেহধন্য আলেম প্রফেসর হামীদুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে তার পারিবারিক একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
প্রফেসর হামীদুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক সহকারী অধ্যাপক ছিলেন। তার জন্মস্থান মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নয়াগাঁও গ্রাম।
তিনি একজন উচ্চশিক্ষিত সাধারণ মানুষ হলেও ১৯৭৪ সালে হজরত হাফেজ্জী হুজুর রহ:-এর সান্নিধ্য তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এরপর তিনি হাফেজ্জী হুজুর রহ:-এর কাছে বায়াত নেন। বায়াত হওয়ার পাঁচ বছর পর তাকে হাফেজ্জী হুজুর রহ: খেলাফত প্রদান করেন।
এরপর থেকে তিনি এমন এক আলোকিত জীবন লাভ করেন, যে জীবনের আলোতে অসংখ্য মানুষের জীবন আলোকিত করেছেন। দেশের অসংখ্য আলেম তার কাছ থেকে বায়াত লাভ করেছেন এবং তাদেরকে আমৃত্যু হজরত হাফেজ্জী হুজুর রহ:-এর দেখানো পথে পথপ্রদর্শন করেছেন।