ফের গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বেশ কয়েকটি স্থানে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। ইসরাইলের কঠোর নিরাপত্তারবেষ্টিত একটি কারাগার ভেঙে ফিলিস্তিনের ছয় বন্দি পালিয়ে যাওয়ার পর গাজা উপত্যকায় এই হামলা চালালো ইসরাইল।

ইহুদিবাদী সামরিক বাহিনী দাবি করেছে, গাজা থেকে ইসরাইলের অভ্যন্তরে রকেট হামলা চালানোর পর আজ (শনিবার) দিনের প্রথম দিকে গাজার কয়েকটি স্থানে বিমান হামলা চালানো হয়। তবে হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনো পরিষ্কার নয়।


No description available.

ইসরাইলের কারাগার ভেঙে এই পথে বেরিয়ে যান ফিলিস্তিনি বন্দীরা


ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ব্যবহার করে গাজা থেকে আসা রকেট ভূপাতিত করা হয়। তবে আশকালন শহরের অধিকবাসীরা জানিয়েছে, তারা বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছে।

এর আগের ফিলিস্তিনের গণমাধ্যম খবর দিয়েছিল যে, গাজা থেকে ইসরাইল লক্ষ্য করে দশটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে

এ জাতীয় আরো সংবাদ

মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার করছে চীন

নূর নিউজ

আলোচনার জন্য সৌদি যুবরাজ ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাত

নূর নিউজ

ধনী-গরিবের জন্য জ্বালানির দাম দুই রকম করছে পাকিস্তান

নূর নিউজ