মালয়েশিয়ায় একটি নির্মাণস্থলে যৌথ অভিযান চালিয়ে ১৭২ বাংলাদেশিসহ ২১৩ অভিবাসী কর্মীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
বুধবার কুয়ালালামপুরের সেতাপাকের ওয়াংসা মাজু থেকে তাদের আটক করা হয়।
আটককৃত অন্য দেশের মধ্যে ইন্দোনেশিয়ার ২০, পাকিস্তানের ১০, ভিয়েতনামের ৬, ভারতের ৩, ও মিয়ানমারের দুইজন রয়েছেন।
সমন্বিত এই অভিযানে মোট ২৫৪ বিদেশি কর্মীকে আটক করা হয়। এরপর তাদের কাগজপত্র যাচাই করে অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে জড়িত থাকায় ২১৩ জনকে আটক করা হয়।