বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন রব্বানী ২৩ এপ্রিলের গণমিছিল যে কোনো মূল্যে সফল করার আহ্বান জানান।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় সাভারস্থ জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থা জামে মসজিদে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা (উত্তর) আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ভারতের সংসদে পাশ হওয়া বিতর্কিত ওয়াকফ বিল বাতিল এবং দেশটিতে মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে (২৩ এপ্রিল) বুধবার ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি সফল করার লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা (উত্তর) এর সংগ্রামী সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন কাসেমী সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মহিউদ্দিন রাব্বানী বলেন, “ভারতে বিজেপির নেতৃত্বে মুসলমানদের ওপর একের পর এক নিপীড়ন চলছে। হিটলারের কায়দায় সেখানে মুসলিম নিধনের ষড়যন্ত্র হচ্ছে। ওয়াকফ আইন সংশোধন করে মসজিদ, মাদরাসা ও কবরস্থানের মতো পবিত্র সম্পদ হরণ করা হচ্ছে। এর প্রতিবাদ করায় মুসলমানদের বিরুদ্ধে চরম দমন-পীড়ন শুরু হয়েছে।”
তিনি আরও বলেন, “প্রতিবেশীর হক হিসেবে আমাদের দায়িত্ব ভারতের নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানো। তাই ২৩ এপ্রিলের গণমিছিল যে কোনো অবস্থাতেই সফল করতে হবে। এটি আমাদের ঈমানি, নৈতিক ও জাতীয় দায়িত্ব।”
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী বলেন, “ফিলিস্তিনের মজলুমদের পাশে গোটা বিশ্ব দাঁড়িয়েছে—আমরাও দাঁড়িয়েছি। তবে ভারতের মুসলমানদের পক্ষে আমাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। এই কর্মসূচি দলীয় ব্যানারে হলেও এর পুরো দাবি জাতির। তাই সকলকে রাজপথে নেমে আসতে হবে।”
কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান ২৩ এপ্রিলের কর্মসূচিকে সফল করতে ঢাকা জেলা (উত্তর) অঞ্চলের নেতাকর্মীদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় জেলা সহ-সাধারণ সম্পাদক ও সাভার থানা সাধারণ সম্পাদক মুফতি মাহফুজ হায়দার কাসেমীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা সাধারণ সম্পাদক মুফতি ফারুক হোসাইন, সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ বিন কাসিম, সহ-সভাপতি ও সাভার থানা সভাপতি হাফেজ মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা সুলতান মাহমুদ, মাওলানা দেলোয়ার হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম শাকিল, মাওলানা মাহমুদুল হাসান আওলাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান এবং জেলা যুব মজলিস সভাপতি মাওলানা আব্দুস সবুরসহ প্রমুখ নেতৃবৃন্দ।