নূর নিউজ: আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে রাশিয়ার ২৪ কূটনীতিককে যুক্তরাষ্ট্র ছাড়তে বলেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যানাটলি অ্যান্তোনভ এ কথা জানিয়েছেন। গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অ্যানাটলি অ্যান্তোনভ জানান, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর আগামী ৩ সেপ্টেম্বরের কূটনীতিকদের যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বলেছে ওয়াশিংটন। ওয়াশিংটন ভিসা দেওয়ার প্রক্রিয়া হঠাৎ কঠোর করেছে। এ কারণে রাশিয়ার যেসব কূটনীতিকরা যুক্তরাষ্ট্র ছেড়ে যাচ্ছেন, তাদের প্রায় সবার ক্ষেত্রেই অন্য কেউ স্থলাভিষিক্ত হচ্ছে না।
রয়টার্স জানিয়েছে, এ ব্যাপারে ওয়াশিংটনের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ওয়াশিংটন ও মস্কোর মধ্যে বিভিন্ন বিষয়ে অনেক দিন ধরেই উত্তেজনা রয়েছে। জো বাইডেন ক্ষমতায় আসার পর সম্পর্ক আরও অবনতি হয়। গত ১৬ জুন দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের পর উত্তেজনা কিছুটা কমে। যুক্তরাষ্ট্রে রুশ কূটনীতিক ও রাশিয়ায় মার্কিন কূটনীতিকদের জীবন পারস্পরিকতার নীতিতে স্বাভাবিক হবে বলে আশা করেন রুশ রাষ্ট্রদূত অ্যানাটলি।