২৫ মার্চ রাতে কোনো আলোকসজ্জা করা যাবে না

২৫ মার্চ কাল রাতে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনায় কোনো আলোকসজ্জা করা যাবে না। তবে ২৬ মার্চ সন্ধ্যা থেকে আলোকসজ্জা করা যাবে।

সোমবার (২২ মার্চ) এক সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া ২৫ মার্চ গণহত্যা দিবসে রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। তবে কেপিআই ও জরুরি স্থাপনাগুলো এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

কর্মসূচিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান তথা সর্বসাধারণকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে অনুরোধ জানানো হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

গরমে সুস্থ থাকতে দিনে কতটুকু পানি পান করবেন

নূর নিউজ

হজে গিয়ে ৬৪ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ৬৭ হাজার ৯৭৪ জন

নূর নিউজ

পুলিশের সাথে ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করবে ৩শ’ শিক্ষার্থী: স্বরাষ্ট্র উপদেষ্টা

নূর নিউজ