২ হাজার টাকার জন্য ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

নূর নিউজ: পাবনার সাঁথিয়ার ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে উপজেলার আতাইকুলা থানার রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আহেজ প্রাং(৭০) মৃত ইমারত প্রামাণিকের ছেলে।

জানা যায়, আহেজ প্রাং অভাবের কারণে তার ছেলে আ. রহিমের (৪২) কাছ থেকে ২ হাজার টাকা ধার নেন। বৃহস্পতিবার রাতে ছেলে রহিম বাবা আহেজ প্রামানিকের কাছে ধারের টাকা ফেরত চান। বাবা টাকা ফেরত না দিলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে ছেলে রহিম বাঁশ দিয়ে বাবার মাথার পেছন দিকে আঘাত করে। এতে আহেজ প্রাং মাটিতে লুটে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আহেজ প্রামানিকের মৃত্যু হয়।

রাতেই সংবাদ পেয়ে আতাইকুলা থানা পুলিশ বৃদ্ধ আহেজের লাশ উদ্ধার করে। রহিম রাতেই পালিয়ে যাওয়ায় তাকে এখানে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আতাইকুলা থানার ওসি (তদন্ত) সিদ্দিক হোসেন জানান, থানায় ছেলে রহিমের নামে মামলা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে পাবনা মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ছেলেকে আটকের চেষ্টা চলছে।

এ জাতীয় আরো সংবাদ

মুহিবুল্লাহ হত্যার ঘটনায় কোনো বিদেশি সংস্থা জড়িত কিনা, তদন্ত হচ্ছে

নূর নিউজ

রমজানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিরোধ ও বন্দি আলেমদেরকে মুক্তির আহবান হেফাজত আমীরের

নূর নিউজ

মহানবী সা. কে নিয়ে সমালোচনা মতপ্রকাশের স্বাধীনতা হতে পারে না: আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী

আলাউদ্দিন