৩০০০ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস

রাজধানীর তিন হাজার আবাসিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু করেছে বিতরণ সংস্থা তিতাস। বকেয়া বিল না পেয়ে এ অভিযান শুরু করছে তিতাস। আজ সোমবার সকাল ১০টা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এই অভিযান শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তিতাসের রাজস্ব শাখার জিএম রশিদুল আলম।

তিনি বলেন, ‘রামপুরা ব্রিজ থেকে উত্তরা এবং কারওয়ান বাজার থেকে সাতারকুল পর্যন্ত এলাকা তিতাসের কুড়িল কার্যালয়ের আওতায় পড়েছে। এসব এলাকার প্রায় তিন হাজার আবাসিক গ্রাহকের বিল বকেয়া রয়েছে। দীর্ঘদিন তাগাদা দেওয়ার পরও তারা বিল পরিশোধ করেননি।’

জিএম রশিদুল আলম বলেন, ‘আমরা পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সারাদিন এসব সংযোগ বিচ্ছিন্ন করব। বকেয়া পরিশোধ করলে আবার সংযোগ দেওয়া হবে।’

গ্যাস সংকটের কারণে দেশে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি স্থবির হয়ে পড়েছে শিল্প ও কলকারাখানা। এ সংকটের মধ্যে অবৈধ গ্যাস সংযোগ এবং বকেয়া নিয়ে আলোচনা হচ্ছে।

অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, মোট ৪২টি দলে ভাগ হয়ে তারা সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চালাচ্ছেন।

এ জাতীয় আরো সংবাদ

দ্বীনি শিক্ষার প্রসারে মাদ্রাসার শিক্ষকদের সাথে আরো ঘনিষ্ঠভাবে কাজ করবে সরকার: নওফেল

নূর নিউজ

নুরের ওপর ছাত্রলীগের হামলা: বেধড়ক পেটানোর অভিযোগ

নূর নিউজ

রাতের তাপমাত্রা কমবে ২ ডিগ্রি

নূর নিউজ