৩০ দিনের এতেকাফে বাংলাদেশে আসছেন শায়েখ ইবরাহীম আফ্রিকী

আরাফাত নুর:

এবারের রমজানে রাজধানীর সাইনবোর্ডে অবস্থিত ‘জামিয়াতু ইবরাহীম’ মাদরাসা-মসজিদে ইতিকাফ করবেন জানেশীনে ফকীহুল উম্মাহ শায়খ যাকারিয়া কান্ধলভী ও মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি রহ. এর খলিফা বিশ্ব বরেণ্য আলেম শায়খ ইবরাহীম আফ্রিকী।

বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক কমিটির সদস্য কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

তথ্য মতে রমজান মাসব্যাপী এতেকাফের এই আয়োজনে দারুল উলুম দেওবন্দের মুহতামিমসহ সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সাউথ আফ্রিকা, ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর ও বাংলাদেশের প্রায় পাঁচ হাজার ধর্মপ্রাণ আলেম ও বিশিষ্ট ব্যক্তিদের আগমন ঘটবে বলে আশা করছেন আয়োজকগণ।

বিদেশি অতিথিদের অভ্যর্থনা কমিটির প্রধান মুফতি আনিছুর রহমান কাসেমী জানান “দেশ-বিদেশের আলেমদের নিরাপত্তা, থাকা-খাওয়া, বিদ্যুৎ,পানি, যোগাযোগ ব্যবস্থা ও প্রাথমিক চিকিৎসাসহ প্রয়োজনীয় ব্যবস্থাপনা সম্পন্ন করেছেন আয়োজক কমিটি”।

সেই সাথে বাংলাদেশের যারা অংশগ্রহণ করতে আসবেন তাদের জন্য নিজ জাতীয় পরিচয়পত্র, সংক্ষিপ্ত বিছানা, মশারী, প্রাথমিক ঔষধ সঙ্গে নিয়ে আসার পরামর্শ দিয়েছেন তিনি এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ও আমন্ত্রণ জানিয়েছেন।

এ জাতীয় আরো সংবাদ

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই লেবাননে হামলা ইসরায়েলের

নূর নিউজ

কাবাঘরের নতুন চাবিরক্ষকের নাম ঘোষণা করা হয়েছে

নূর নিউজ

মোদির সেই চিঠির উত্তরে যা বললেন শাহবাজ

নূর নিউজ