সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে ৫০০ কোটি ডলারের বেশি মূল্যের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের দুই সপ্তাহ পর এ ঘোষণা এল।
মঙ্গলবার (২ আগস্ট) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরব ৩০০ প্যাট্রিয়ট এমআইএম-১০৪ই (Patriot MIM-104E) ক্ষেপণাস্ত্রব্যবস্থা ক্রয় করবে। ক্ষেপণাস্ত্রব্যবস্থা ও অন্যান্য সরঞ্জাম, প্রশিক্ষণসহ সব কিছুর মূল্য ধরা হয়েছে ৩০৫ কোটি ডলার।
এসব ক্ষেপণাস্ত্রব্যবস্থার মাধ্যমে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত ও বিমান হামলা করতে ব্যবহার করা যাবে।
সংযুক্ত আরব আমিরাতের কাছে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণের জন্য থাড ক্ষেপণাস্ত্রব্যবস্থা বিক্রি করা হবে। এগুলোর মূল্য ২২৫ কোটি ডলার।