৫১ তম স্বাধীনতা দিবস উপলক্ষে কাতারে আল নূর কালচারাল সেন্টারের রক্তদান কর্মসূচি

স্বাধীনতার ৫১তম বার্ষিকী উপলক্ষ্যে কাতার আল নূর কালচারাল সেন্টারের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান কর্মসূচি আয়োজন সম্পন্ন হয়েছে।

গত (২৪ মার্চ, বৃহস্পতিবার) সন্ধ্যায় দোহা হামাদ হসপিটাল রক্তদান কেন্দ্রে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

May be an image of 5 people, people standing, people sitting and indoor

চলছে রক্তদান কর্মসূচি।


আল নূর সমাজকল্যাণ সহকারী জাহেদুল ইসলাম ও রক্তদান কর্মসূচির সমন্বয়ক এম,এ মুকিতের নেতৃত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব শাহজাহান সাজু। উপস্থিত ছিলেন আল নূর কালচারাল সেন্টার কাতারের মহাপরিচালক শোয়েব কাসেম ,প্রকাশনা পরিচালক অধ্যাপক আমিনুল হক, সংস্কৃতিক সহযোগী মাওলানা জসিমউদ্দিন মাশরুফ, নির্বাহী সদস্য কারী ইবরাহিম , রাকিবুল ইসলাম ও দাবির আকোন প্রমুখ।

মুমুর্ষ মানবতার কল্যণে উদ্যোগ গ্রহণের জন্য কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আল নূর কালচারাল সেন্টারের নেতৃবৃন্দর হাতে সম্মাননাপত্র তুলে দেন মুহাম্মাদ আলী আল খাজা।

May be an image of 6 people, people standing and people sitting

প্রশংসাপত্র গ্রহণ করছেন আল নূর নেতৃবৃন্দ।


প্রধান অতিথি আনোয়ার হোসেন বলেন, রক্তদান কর্মসূচি এক পুণ্যময় উদ্যোগ। এর মাধ্যমে দেশপ্রেমের পরিচয় পাওয়া যায় আর স্থানীয় প্রশাসনের কাছে বাংলাদেশীদের মানবিক দিকও ফুটে উঠে।

এদিকে রক্তদান কর্মসূচি সফল করায় সকলকে ধন্যবাদ জানিয়ে মাওলানা ইউসুফ নূর বলেন, স্বাধীনতা যুদ্ধের বীর শহিদানের ঈসালে সওয়াবের উদ্দেশ্যে আয়োজিত এজাতীয় কর্মসূচি সকলের সহযোগিতায় ভবিষ্যতে ও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এ জাতীয় আরো সংবাদ

দুবাই ফিরতে ‘অনুমোদন’ লাগবে না বাংলাদেশিদের

আলাউদ্দিন

ভিসা নিষেধাজ্ঞা কার্যকর

নূর নিউজ

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশে হাহাকার শুরু হয়েছে -পীর সাহেব চরমোনাই

নূর নিউজ