৭২ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টি হতে পারে

আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ আন্দামান সাগর এবং এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

সোমবার (২৯ নভেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। লঘুচাপের বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে শ্রীমঙ্গলে রোববার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

দুস্থদের মাঝে আলনূর সেন্টারের কুরবানীর গোশত বিতরণ

আনসারুল হক

জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে নিম্ন মধ্যবিত্তের হাঁসফাঁস

নূর নিউজ

বিশ্বজিৎ হত্যার পলাতক আসামি ফরিদপুরে গ্রেপ্তার

নূর নিউজ