৭ বছর পর সৌদিতে দূতাবাস চালু করল ইরান

সৌদি আরবে দীর্ঘ ৭ বছর পর পুনরায় দূতাবাস চালু করেছে ইরান। কূটনৈতিক সম্পর্কে ফাটলের কারণে দূতাবাস বন্ধ করে দিয়েছিল ইরান।

মঙ্গলবার (৬ জুন) সৌদির রাজধানী রিয়াদে দূতাবাস চালু উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলিরেজা বেগদালি এবং জেদ্দায় নিযুক্ত ইরানের প্রতিনিধি হাসান জারনগর আবরগৌই।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, বুধবার (৭ জুন) সৌদির বন্দর নগরী জেদ্দায়ও দূতাবাস চালু করতে পারে ইরান।

গত সোমবার সৌদি আরবে ফের কূটনৈতিক মিশন চালু করার ঘোষণা দেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। এর আগে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস বৈঠকের ফাঁকে ইরান ও সৌদির শীর্ষ কূটনীতিকরা বৈঠক করেছিলেন।

পারস্য উপসাগরীয় দেশ ইরাক এবং ওমানের মধ্যস্থতায় দুই বছরের আলোচনার পর মার্চ মাসে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করতে সম্মত হয় ইরান। আলোচনার চূড়ান্ত পর্বে মধ্যস্থতা করেছিল চীন।

জানা যায়, ইরানে ফের দূতাবাস চালুর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। তবে কবে নাগাদ চালু করতে পারে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

২০১৬ সালের জানুয়ারিতে সৌদি শিয়া ধর্মগুরু শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিক্ষুব্ধ জনতার হামলার পরে তেহরানে দূতাবাস বন্ধ করে দেয় সৌদি আরব।

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক বিচার আদালতে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ

নূর নিউজ

আফগানিস্তানকে ত্রাণ সহায়তার পঞ্চম চালান পাঠালো ইরান

নূর নিউজ

ঢাকায় আসছেন মার্কিন সিনেটর ডিক ডারবিন

নূর নিউজ