৮ বছর পর খুলে দেয়া হলো যুক্তরাজ্যের বৃহত্তম মসজিদ বায়তুল ফুতুহ

দীর্ঘ ৮ বছর পর খুলে দেয়া হলো যুক্তরাজ্যের বৃহত্তম মসজিদ বায়তুল ফুতুহ। গত শনিবার (৪ মার্চ) জাতীয় শান্তি সিম্পোজিয়ামে একটি বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০১৫ সালে অগ্নিকাণ্ডের পর যুক্তরাজ্যের বড় মসজিদ বায়তুল ফুতুহ বন্ধ হয়ে যায়। অগ্নিকাণ্ডে মসজিদে ব্যাপক ক্ষতি হয়। এরপর এটি পুনরায় নির্মাণ করা হয়।

এতে খরচ হয় ১৯৬ কোটি ৬৮ লাখ ২৪ হাজার টাকা। পাঁচতলা বিশিষ্ট মসজিদটিতে রয়েছে দু’টি হল রুম। এছাড়া অতিথিদের অভ্যর্থনা জানাতে নির্মাণ করা হয়েছে অতিথি শালা।

একসাথে ১৩ হাজার মুসল্লি ধারণক্ষমতা সম্পন্ন মসজিদটি ২০০৩ সালে লন্ডনের দক্ষিণাঞ্চলের জেলা মর্ডানে নির্মাণ করা হয়। এটি নির্মাণ করেন আহমাদিয়া কমিউনিটি।

এ জাতীয় আরো সংবাদ

এবারও হজে যেতে পারছেন না বাংলাদেশিরা

আনসারুল হক

আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের মামলা

নূর নিউজ

মিশরে আকাশচুম্বী মুদ্রাস্ফীতি, কিস্তিতে বিক্রি হচ্ছে বই

নূর নিউজ