ভারত-পাকিস্তান সীমান্তে তীব্র গোলাবর্ষণ, নিহত কমপক্ষে ১০

কাশ্মীরে ভারত ও পাকিস্তানের সীমান্তের একাধিক স্থানে গোলাবর্ষণে অন্তত ১০ জন মারা গেছে। এ খবর দিয়েছে বিবিসি। খবরে ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, গোলাবর্ষণের ফলে দেশটির নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর অন্তত তিনজন সদস্য এবং আরও অন্তত তিনজন বেসামরিক নাগরিক মারা গেছেন।

এদিকে, পাকিস্তানের অন্তত ৮ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। তবে পাকিস্তানের কর্তৃপক্ষ দাবি করেছে যে, ১৫ বছর বয়সী এক কিশোর-সহ চারজন বেসামরিক নাগরিক মারা গেছে। এতে পাকিস্তানের পক্ষে আহত হয়েছে শিশুসহ আরো অন্তত ২০ জন। সংঘর্ষের পর ভারত ও পাকিস্তান দুই পক্ষই অন্য পক্ষের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ তুলছে। এর আগে গত সপ্তাহেই দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল।

এ জাতীয় আরো সংবাদ

আফগানিস্তানে তালেবানের অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

আনসারুল হক

এবার প্রাদেশিক রাজধানী দখলে নিল তালেবান

নূর নিউজ

সুইডেন-ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে এরদোয়ানের ‘শর্ত’

নূর নিউজ