রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতি নেই

মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যার বিষয়ে জাতিসংঘ তথ্য প্রমাণ পেয়েছে। তবে রোহিঙ্গা প্রত্যাবাসনে বর্তমানে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি নেই। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। এর আগে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল অ্যালিস ওয়াইরিমু এনদেরিতুর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে কক্সবাজারের শরণার্থী ও তাদের শিশুদের লেখাপড়া, ক্যাম্পসমূহের অতি ঘনবসতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা বিষয়ে তথ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘ। রোহিঙ্গা প্রত্যাবাসনে আর কোনো অগ্রগতি নেই। মিয়ানমারের সামরিক সরকার এ ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না।তবে অধিকাংশ রোহিঙ্গা নাগরিক তাদের নিজ দেশে ফিরে যাওয়ার আগ্রহ প্রকাশ করছেন।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের তাদের নিজ দেশে প্রত্যাবর্তনের ওপর গুরুত্ব আরোপ করেন। বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের নিজ দেশে প্রত্যাবর্তনের পর যেন হাতে-কলমে কাজ করে জীবিকা নির্বাহ করতে পারেন সে লক্ষ্যে তাদের কারিগরি ও অন্যান্য বিষয়ে লেখাপড়ার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। ডা. মো. এনামুর রহমান বলেন, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্রতিবছর প্রায় এক লাখ ২০ হাজার নতুন শিশু জন্ম নিচ্ছে। এতে প্রতিবছরই রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মিয়ানমার যেহেতু এ সমস্যা সৃষ্টি করেছে তাই তাদেরকেই সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে। রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবর্তনে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে বিশ্ব জনমত গঠনে এগিয়ে আসতে প্রতিমন্ত্রী আহ্বান জানান। সাক্ষাৎকালে প্রতিনিধিদলের নেতা বাংলাদেশ কর্তৃক রোহিঙ্গাদের কারিগরিসহ সাধারণ শিক্ষার ব্যবস্থা নেয়ায় সরকারের প্রশংসা করেন। বলেন, কক্সবাজার ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে তারা আলোচনা করে যে তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন তা গাম্বিয়া কর্তৃক আইসিজের বিচার কার্যক্রম সহায়তায় ভূমিকা রাখবে। এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

দাঁড়িয়ে থাকা ট্রাকের ধাক্কায় ছিটকে সড়কে, ২ বাইক আরোহী নিহত

নূর নিউজ

পাকিস্তানের নির্বাচনের প্রশংসা করে যা বললেন সিইসি

নূর নিউজ

ঢাকা আসছেন মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি

নূর নিউজ