বরিশাল সিটিকে আদর্শ ও মডেল সিটি হিসেবে গড়ে তুলবো

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, সুযোগ পেলে বরিশাল সিটিকে আদর্শ ও মডেল সিটি হিসেবে গড়ে তুলে ইসলামের সৌন্দর্য মানুষের কাছে তুলে ধরবো। ইসলাম যে কত সুন্দর, ইসলাম প্রতিষ্ঠিত হলে মানুষ যে কত সুখি হবে তা বলা বাহুল্য।

আমার বিশ্বাস ইসলাম প্রতিষ্ঠা হলে ইসলামের সৌন্দর্যে সকল শ্রেণি ও পেশার মানুষ ইসলামে ফিরে আসবে। মুফতী ফয়জুল করীম বলেন, এদেশের মানুষ এখন সচেতন, বাংলাদেশের মানুষ এখন আর কোন ভোট চোর, দূর্নীতিবাজ, দেশের সম্পদ লুন্ঠনকারীদেরকে ক্ষমতায় দেখতে চায় না, যেকোন মূল্যে ভোটচোরদের রুখতে যুবকরা তাদের বুকের রক্ত দিতে প্রস্তুত। সেই ধারাবাহিকতায় আগামী ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে কোন ভোটচোরদের স্থান বরিশালে হবে না -ইনশাআল্লাহ।

 

গতকাল বিকেলে চাঁদমারী এম.সি অডিটোরিয়ামে নগর সভাপতি মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মাদ আবু সালেহ মূসা’র সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারী জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী। বিশেষ অতিথি ছিলেন সিটি নির্বাচন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অধ্যাপক মাওলানা মুহাম্মাদ জাকারিয়া হামিদী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারীজেনারেল ইঞ্জিনিয়ার শেখ মুহাম্মাদ মারুফ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ ইলিয়াস হাসান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মাদ আল আমিন, কেন্দ্রীয় দফতর সম্পাদক এম হাসিব গোলদার, নগর সহ সভাপতি মাওলানা মুহাম্মাদ আইয়ুব আনছারীসহ নগর ও থানা শাখার নেতৃবৃন্দ।

খুলনায় আঞ্চলিক দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার আয়োজনে আঞ্চলিক দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল পীর সাহেব চরমোনাই।

বিশেষ অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।

এ জাতীয় আরো সংবাদ

সরকারের পৃষ্ঠপোষকতায় ইসলাম ও দেশ ধ্বংসের চক্রান্ত চলছে

নূর নিউজ

এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আব্দুস শহীদের ইন্তেকাল

আনসারুল হক

পঞ্চগড়ে নাগরিক হত্যার দায় সরকারের: যৌথ বিবৃতিতে দেশের শীর্ষ ১০০ আলেম

নূর নিউজ