ভারত সরকার শিগগিরই তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের একাধিক শীর্ষ কূটনীতিককে গ্রহণ করতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্লুমবার্গ।
সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং দেশটিতে বাড়তে থাকা চীনের প্রভাব মোকাবিলার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের এই প্রতিনিধি কূটনীতিক হিসেবে স্বীকৃতি পাবেন না, তবে ভারত সরকারের সাথে আফগান সরকারের শীর্ষ প্রতিনিধি হিসেবে কাজ করবেন। আফগান সরকারের প্রতিনিধিরা ভারতে তাদের দূতাবাসে, কোনো অনুষ্ঠানে বা সরকারি যানবাহনে নিজস্ব পতাকা ব্যবহার করতে পারবে না।
এই পদে প্রধান প্রার্থী দোহায় আফগান দূতাবাসের কূটনীতিক নাজিব শাহীনকে ভাবা হচ্ছে বলে জানা গেছে। নাজিব শাহীন প্রায় এক দশক ধরে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সঙ্গে কাজ করছেন। তিনি কাতারে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত ও তালেবানের সিনিয়র নেতা সুহাইল শাহিনের পুত্র বলে জানা গেছে। এছাড়াও আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা শওকত আহমদজাই-ও এই দায়িত্বের জন্য বিবেচিত হচ্ছেন।
২০২১ সালে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর শুধুমাত্র চীন, পাকিস্তান এবং রাশিয়া তাদের কূটনীতিকদের স্বীকৃতি দিয়েছে। ভারত এখনো ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি, তবে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যে আলোচনা চলছে।
সূত্র : আরিয়ানা নিউজ