শক্তিশালী ঘূর্ণিঝড়ের মুখে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপুঞ্জের দিকে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঘূর্ণিঝড় ডগলাস। শুক্রবার ক্যাটাগরি ৪-এ রূপান্তরিত হয় ঘূর্ণিঝড়টি। কেন্দ্র থেকে যার বিস্তৃত ২৫ মাইল।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে বা রবিবার হাওয়াই অঙ্গরাজ্যে আঘাত হানতে পারে ঝড়টি। ডগলাস ঘণ্টায় ১২০ মাইল (প্রায় ১৯৩ কিলোমিটার/ঘণ্টা) গতিবেগে প্রবাহিত হচ্ছে এবং কেন্দ্র থেকে অন্তত ২৫ মাইল বিস্তৃত হয়ে এগোচ্ছে। উপকূলে আঘাত হানার সময়ে শক্তিশালী ঝড়ো হাওয়া, ভয়ঙ্কর ঢেউ এবং ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। তবে ভূপৃষ্ঠে আঘাত হানার সময় ডগলাস শক্তি হারিয়ে ক্যাটাগরি-১ এ নেমে আসবে। এসময় বাতাসের বেগ থাকবে ঘণ্টায় ৭৪ থেকে ৯৫ মাইল।

ঘূর্ণিঝড় ডগলাস এই মুহূর্তে হিলো দ্বীপ থেকে ৮৯৫ মাইল পূর্ব-দক্ষিণপূর্বে রয়েছে এবং সেটি সোজাসুজি হাওয়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তবে আশার কথা হচ্ছে, যাত্রাপথে শীতল পানি ও উষ্ণ বাতাসের সংস্পর্শে আসায় ঝড়টির শক্তি কমতে শুরু করেছে।

এদিকে অপর একটি গ্রীষ্মমন্ডলীয় ঝড় হান্না স্থানীয় সময় শনিবার টেক্সাস উপকূলে আঘাত হানতে পারে।

এ জাতীয় আরো সংবাদ

যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের আঘাত , ৫ জন নিহত

আনসারুল হক

অটোমান সুলতানদের ‘রীতি অনুযায়ী’ নামাজ পড়ালেন এরদোয়ান

নূর নিউজ

মুসলিম ছাত্রীদের হিজাবে নিষেধাজ্ঞা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন : যুক্তরাষ্ট্র

আনসারুল হক