ভারত-চীন সংঘাতে ফের মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের

লাদাখ সীমান্তে ভারত-চীন সংঘাত নিয়ে ফের মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ভারত-চীন সংঘাতের পরিস্থিতিকে ‘কদর্য’ (ন্যাস্টি) বলে মন্তব্যও করেছেন ট্রাম্প।

গত শুক্রবার হোয়াইট হাউজে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় ট্রাম্প বলেছেন, আমরা যদি কিছু করতে পারি… আমরা এ বিষয়ে যুক্ত হতে আগ্রহী এবং সাহায্য করতে চাই। আমরা চীন-ভারতের সঙ্গে এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি। চীন এবং ভারতের প্রতি সম্মান রেখে বলছি আমরা সাহায্য করতে প্রস্তুত।
ট্রাম্প এর আগেও দুই প্রতিবেশী দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন। যদিও ভারত ও চীন-উভয় দেশই সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিল।

এ জাতীয় আরো সংবাদ

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৯ ফিলিস্তিনি নিহত : রেড ক্রিসেন্ট সোসাইটি

নূর নিউজ

পাকিস্তানে রাজনৈতিক সঙ্কট সমাধানে যে পরামর্শ দিলেন মুফতি তাকি ওসমানি

নূর নিউজ

তুরস্কের সংবিধান সংস্কারের এখনই সময়: এরদোগান

আলাউদ্দিন