নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৮

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় হান্নান (৫০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ জনে। গতকাল বুধবার সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ সংকর পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা প্রায় ৫০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়াহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। তাদের মধ্যে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

অবস্থান সর্মসূচি নিয়ে বিএনপিতে চলছে আত্নসমালোচনা: সেপ্টেম্বরে ঢাকা নিয়ন্ত্রনের মিশন

নূর নিউজ

আর্মি ফার্মা লিমিটেডের যাত্রা শুরু

আনসারুল হক

সবাইকে ব্যাংকিং সেবার আওতায় আনতে হবে : প্রধানমন্ত্রী

নূর নিউজ