মসজিদে স্বাস্থ্যবিধি প্রচারের আহ্বান ইফার

নূর নিউজ ডেস্ক:পাঁচ ওয়াক্ত নামাজ ও জুমার খুতবার সময় মসজিদের মাইক থেকে নিয়মিতভাবে করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি প্রচার করার জন্য মসজিদের খতিব-ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটির প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। বুধবার (২১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় ইসলামিক ফাউন্ডেশন।

কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউ পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মসজিদের মাইকে স্বাস্থ্যবিধি ব্যাপকভাবে প্রচার করার এ আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
যে বিষয়গুলো প্রচারের ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে ইফা:
১. করোনা মহামারি থেকে সুরক্ষার জন্য বেশি বেশি দোয়া ও ইস্তিগফার পড়ুন;

২. মসজিদে আসা মুসল্লিরা মাস্ক ব্যবহার করুন;

৩. ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন;

৪. কিছুক্ষণ পরপর সাবান ও পানি দিয়ে ২০ সেকেন্ড দুই হাত ভালোভাবে পরিষ্কার করুন;

৫. ভিড় বা জনসমাগম এড়িয়ে সব কাজে পারস্পরিক দূরত্ব বজায় রাখুন;

৬. হাঁচি-কাশির সময় টিস্যু অথবা কাপড় ব্যবহার করুন বা বাহুর ভাঁজে নাক-মুখ ঢেকে রাখুন;

৭. নাক-মুখ ও চোখ অপরিষ্কার হাত দিয়ে স্পর্শ করা থেকে বিরত থাকুন;

৮. যেকোনও অসুস্থ ব্যক্তি বাড়ির বাইরে অবস্থান, চলাফেরা অথবা মসজিদে আসা থেকে বিরত থাকুন;

৯. করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে ডাক্তারের শরণাপন্ন হোন; ১০. পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত করমর্দন ও কোলাকুলি থেকে বিরত থাকুন।

এ জাতীয় আরো সংবাদ

পিত্তথলিতে ব্যথা মানেই পাথর নয়

নূর নিউজ

ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহতদের চার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

আলাউদ্দিন

ঢাকায় আহমাদিয়া সম্প্রদায়ের সম্মেলনের নামে অরাজকতা বরদাশত করা হবে না 

নূর নিউজ