এবার চীনের সরকারি টিভিতে মহানবী (সা.)কে অবমাননা

মুসলিম সম্প্রদায়ের প্রাণের স্পন্দন ও শেষ নবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে ব্যঙ্গাত্মক ছবি প্রকাশ ও ইসলাম নিয়ে কটুক্তির কারণে ইউরোপের দেশ ফ্রান্সকে নিয়ে যেখানে সারা বিশ্বে নিন্দা ও ক্ষোভ চলছে, সেখানে দক্ষিণ এশিয়ার দেশ চীনে ঘটলো একই ঘটনা। চীনের সরকারি টেলিভিশনেই প্রকাশিত হলো বিশ্বনবীকে নিয়ে হাতে আঁকা বিতর্কিত ছবি।

ইন্টারনেটে চীনের টেলিভিশনের সেই ছবি ভাইরাল হয়েছে। চীন সরকারের নিয়ন্ত্রণাধীন চীনা সেন্ট্রাল টেলিশিন নেটওয়ার্ক (সিসিটিভি) সম্প্রচারের পর সামাজিক গণমাধ্যমে বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে।

সিসিটিভি ছাড়াও দেশটির অরেকটি টেলিভিশন ক্যারোল অব ঝেঙ্গুয়ানে ধারাবাহিকভাবে সস্প্রচারিত টিভি শো’য়েও ওই ছবিটি দেখানো হয়। ভিডিওতে দেখানো হয়, আরবের রাজদূত চীনা সম্রাটকে হাতে আঁকা মহানবীর (সা.) ছবি উপহার দিচ্ছেন।

এমন গর্হিত কাজের বিরুদ্ধে সরব হয়েছেন চীনের উইঘুরদের অধিকার নিয়ে কর্মরত আর্সালান হিদায়াত। নিজের টুইটার অ্যাকাউন্টে ওই ছবিসহ একটি পোস্ট করেছেন তিনি। পোস্টে আর্সালান হিদায়াত লেখেন- তাং রাজবংশের আমলের আরব রাজদূতের চীন পরিভ্রজনের দৃশ্য একটি হাতে আঁকা ছবি তুলে ধরে সিসিটিভি। চীনা টেলিভিশনের শো-তে ছবিটি দেখিয়ে আরবের রাজদূতের মুখ দিয়ে বলানো হয়েছে, ইনিই আমাদের দেশের সৃষ্টিকর্তা, মহানবী হযরত মুহাম্মদ (সা.)। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা মুসলিম দুনিয়া এখন প্রশ্ন চিহ্নের সামনে এসে দাঁড়িয়েছে।

এত বড় ঘটনা ঘটে গেলেও চীন সরকারের এ বিষয়ে কোনো বিকার নেই। এমনকি অনুশোচনা প্রকাশ করেননি সরকারের উচ্চপদস্থ কেউ। সামাজিক মাধ্যমে সিসিটিভির এ ঘটনায় সমালোচনা চললেও তাদের পক্ষে কোনো বিবৃতি আসেনি।

এ জাতীয় আরো সংবাদ

ইতালিতে ভয়াবহ বন্যা, ১৩ জনের মৃত্যু

নূর নিউজ

নভেম্বরেই বাইডেন-জিনপিং সাক্ষাৎ

নূর নিউজ

যাত্রীবাহী বিমান বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি

নূর নিউজ