কাতার প্রতিনিধি: কাতারে আল নূর কালচারাল সেন্টারের উদ্যোগে বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী (সা.)-এর জীবনী শীর্ষক ভার্চুয়াল সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (৩১ অক্টোবর ২০) কাতার সময় সন্ধ্যা সাতটা ১৫ মিনিট থেকে শুরু হয় এই সিরাত মাহফিল।
আল নূর কালচারাল সেন্টার কাতারের প্রকাশনা ও গবেষণা পরিচালক অধ্যাপক আমিনুল হকের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূরের সঞ্চালনায় বিভিন্ন দেশের খ্যাতিমান প্রবাসী ইসলামী স্কলারগণ অংশ নেন এই মাহফিলে।
আলোচকরা বলেন, মাইকেল এইচ হার্ট, মহাকবি গ্যাটে, স্যার উইলিয়াম ম্যুর, টলস্টয় ও জর্জ বার্ণাডশসহ অনেক অমুসলিম মনীষী রাসূল (সা.)-এর অনন্য ব্যক্তিত্ব এবং বিশ্ব মানবতার প্রতি তাঁর অনবদ্য অবদান ও অপ্রতিহত প্রভাবের কথা স্বীকার পূর্বক তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে গেছেন। আজ অনেক দেশ ফ্রান্সের হঠকারিতার প্রতিবাদ করেছে।এতে বোঝা যায়,পৃথিবীতে সকলেই মানবতাহীন নয়। ভবিষ্যতে ও বাকস্বাধীনতার নামে তারা যেন কখনো রাসূলের অবমাননা করার সাহস না পায়, এজন্য বাংলাদেশসহ প্রতিটি মুসলিম রাষ্ট্রের পক্ষ থেকে ফ্রান্সের প্রতি কঠোরবার্তা পাঠানো প্রয়োজন।
তারা আরো বলেন, রাসূল (সা.)-এর প্রতি ভালোবাসা অন্তরে পোষণ করা এবং তার অবমাননার প্রতিবাদ করা ঈমানী দায়িত্ব। তবে আমাদের আন্দোলন হতে হবে মার্জিত এবং সুশৃংখল। মুসলিম জনতার আবেগের অপব্যবহার করে খুন খারাবির মাধ্যমে রাজনৈতিক স্বার্থসিদ্ধির অপপ্রয়াস রুখে দেয়ার দায়িত্ব আমাদের সকলের। রাজপথের প্রতিবাদের পাশাপাশি সর্বস্তরে সিরাতুন্নবীর চর্চা ও নতুন প্রজন্মের হাতে যুগোপযোগী সিরাত সাহিত্য তুলে দেয়া ও একান্ত প্রয়োজন।
দু’ঘন্টা ব্যাপী আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আব্দুল কাদির, এসেক্স ইসলামিক সেন্টার লন্ডনের পরিচালক আল্লামা মাহমুদুল হাসান, আল নূর কালচারাল সেন্টার নিউইয়র্কের নির্বাহী পরিচালক মুফতি ইসমাইল, অস্ট্রেলিয়ার নগরবিদ ও লেখক ড. আব্দুল্লাহ আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, কাতার বিশ্ববিদ্যালয়ের গবেষক মাওলানা নাইমুল হক, ঢাকার বিশিষ্ট লেখক ও চিন্তাবিদ মাওলানা রুহুল আমিন সাদী এবং আল নূর কালচারাল সেন্টার বাংলাদেশের নির্বাহী পরিচালক মুফতি সালমান প্রমুখ।
ভার্চুয়াল অনুষ্ঠানে অতিথিদের পরামর্শে আল নূর কালচারাল সেন্টারের পক্ষ থেকে তিন ভাষার রচনা সমৃদ্ধ সিরাতুন্নবী (সা.) ওয়েবসাইট তৈরি ও প্রচারপত্র বিতরণের ঘোষণা দেয়া হয়। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র এবং কাতারের স্কুল-কলেজ ও ইউনিভার্সিটিগুলোতে সিরাতুন্নবী (সা.) ক্যাম্পেইন ও প্রতিযোগিতার আয়োজন করা করা হবে বলে ঘোষনা দেন কাতার আল নূর সেন্টারের নির্বাহী পরিচালক ও কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব মাওলানা ইউসুফ নূর।
-আ.হক