রাষ্ট্রকে দলের হাতিয়ারে পরিণত করা যাবে না : আ স ম রব

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, রাষ্ট্রকে দলের হাতিয়ারে পরিণত করা যাবে না। রাষ্ট্রের একমাত্র মালিকানা হচ্ছে জনগণ। সুতরাং জনগণের বৈধ সম্মতি ছাড়া রাষ্ট্র পরিচালনা হবে অবৈধ ও অনৈতিক। জনগণের সম্মতি ব্যতিরেকে রাষ্ট্রকে দলের হাতিয়ারে পরিণত করার রাজনীতি প্রজাতন্ত্রের দার্শনিক ভিত্তি বিনষ্ট করে দেয়।

শনিবার (২৩ জানুয়ারী) জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় তিনি এ কথা বলেন।

আ স ম রব বলেন, রাষ্ট্র ক্রমাগতভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাষ্ট্রের এই ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে উত্তরণের একমাত্র বিকল্প হচ্ছে জনগণের সম্মতি, সমর্থন ও জাতীয় ঐক্যের ভিত্তিতে ‘জাতীয় সরকার’ গঠন করা।

এ জাতীয় আরো সংবাদ

বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে : প্রধানমন্ত্রী

আনসারুল হক

ঢাকায় যেসব স্থানে বসবে কুরবানীর পশুর হাট

নূর নিউজ

১৯৬ তম ঈদের জামাতে শোলাকিয়া ঈদগাহে মুসল্লিদের উপচেপড়া ভীড়

নূর নিউজ