পবিত্র কাবা শরিফের উপরে চাঁদ দেখা যাবে আগামী বৃহস্পতিবার

আগামী বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত পবিত্র কাবা শরিফের উপরে দেখা যাবে চাঁদ। ওই দিন চন্দ্র মাসের চৌদ্দতম দিন থাকবে বলে জানা গেছে। সৌদি গেজেটসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স সোসাইটির প্রধান প্রকৌশলী মাজিদ আবু জাহরার উদ্ধৃতি দিয়ে সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম উর্দু নিউজও বিষয়টি নিশ্চিত করেছে।

২০২১ সালে সৌদি আরবে এটাই সর্বপ্রথম চাঞ্চল্যকর ঘটনা হতে যাচ্ছে। এ দিন কাবা প্রান্তরে চাঁদকে উপভোগ করার জন্য সৌদি আরবের নানা শ্রেণিপেশার মানুষ প্রস্তুতি নিচ্ছে। এর আগে ২০১৮ সালের ২৬ নভেম্বর, এরপরে একই বছর ২৪ ডিসেম্বরে একইভাবে চাঁদকে কাবা শরিফের উপরে দেখা গিয়েছিল।

সবশেষ ২০২০-এর মার্চে দেখা যায় এ দৃস। প্রতি বছর কাবা ঘরের উপর একবারই চাঁদ অবস্থান করে। যা মসজিদে হারামের ডান দিকে দেখা যায়।

এ জাতীয় আরো সংবাদ

ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের নিশ্চিয়তা ছাড়াই সুইডেনের ন্যাটো সদস্যপদ নিয়ে আপত্তি তুলে নিলো এরদোয়ান

নূর নিউজ

যে তিন দেশে আজ উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

নূর নিউজ

মুসলিম হওয়ায় ট্রাম্প কর্তৃক বিতাড়িত হওয়া রুমানা আহমেদ আবার ফিরলেন হোয়াইট হাউসে

আলাউদ্দিন