ওবায়দুল কাদের আমাকে বলেছেন ‘তুই আমার পদ খাইবি’: কাদের মির্জা

বসুরহাট পৌরসভার নবনির্বাচিত আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমাকে টেলিফোনে বলেছেন ‘তুই আমার পথ খাইবি’।

ওবায়দুল কাদের অপরাজনীতির কাছে আত্মসমার্পণ করেছেন জানিয়ে তিনি আরো বলেন, ভার্চুয়াল প্রোগ্রাম দিয়ে যারা আসে নাই। তারা অপরাজনীতির কাছে আজকে মাথা নত করেছে। ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি যারা অপরাজনীতির কাছে আত্মসমর্পণ করেছে। ওবায়দুল কাদের সাহেব পদ বাঁচাতে অপশক্তির কাছে আত্মসমর্পণ করেছে। টেলিফোনে তিনি আমাকে বলেন, তুই আমার পদ খাইবি। আমার প্রয়োজন নেই কোন নেতার। দল থেকে বহিষ্কার করবেন, করে দেন। আমরা বঙ্গবন্ধুর কথা বলব, শেখ হাসিনার উন্নয়নের কথা বলব। আমাকে দল থেকে বহিষ্কার করলেও, আমি যতদিন বেঁচে থাকি আমি আপনাদের পাশে থাকব। মিছিলে আপনাদের সাথে স্লোগান দেব।

বুধবার (২৭ জানুয়ারি) রাত ৯টায় সরকারি মুজিব কলেজ মাঠে সংবর্ধিত অতিথি হিসেবে বকৃক্তাকালে তিনি এসব কথা বলেন।

এ সময় কাদের মির্জা বলেন, আজকে আমার দাবি। মাননীয় মন্ত্রী আপনি প্রতিশ্রুতি দিয়েছেন, ঘরে ঘরে চাকরি দিবেন। কোথায় সে চাকরি। এলাকার সন্তানেরা আজকে চাকরি না পেয়ে আজকে তারা অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে। আজকে বলবো, ঘরে ঘরে না হোক অনতিবিলম্বে কোম্পানীগঞ্জে ৫০০ কবিরহাটে ৫০০ ছেলে মেয়ের চাকরি যদি না হয়। কোম্পানীগঞ্জের মানুষকে সাথে নিয়ে আন্দোলন গড়ে তুলব। তারপর বলেছেন গ্যাস দিবেন। প্রতিশ্রুতির পরেও ৩ মাসের মধ্যে গ্যাস দেওয়া না হলে। কোম্পানীগঞ্জের গ্যাস আর জাতীয় গ্রিডে যাবে না। কার ষড়যন্ত্রে গ্যাস আসে নাই আপনারা জানেন।

কোম্পানীগঞ্জ উপজেলা চেয়াম্যান মোহাম্মদ সাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

বিশ্বে শব্দ দূষণে শীর্ষে ঢাকা, ৪র্থ রাজশাহী: জাতিসংঘ

নূর নিউজ

রমজান শুরু কবে, জানা যাবে বুধবার

নূর নিউজ

বিএনপি কাকে নিয়ে নির্বাচন করবে, প্রশ্ন শেখ হাসিনার

নূর নিউজ