আগের চেয়ে সুস্থ আছেন আল্লামা বাবুনগরী

হোফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরীর স্বাস্থ্যের অবস্থা আগের চেয়ে উন্নত হয়েছে। বর্তমানে চট্টগ্রাম নগরীর সি এস সি আর হাসপাতালের হার্ড বিশেষজ্ঞ ডাক্তার ইব্রাহিমের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা যাকারিয়া নোমান ফয়জী। তবে ডাক্তারের পরামর্শে তিনি আরও কিছুদিন হাসপাতালে থাকবেন বলে জানা গেছে।

এর আগে গতকাল শনিবার (৩০ জানুয়ারি) চেক-আপ ও চিকিৎসার জন্য আল্লামা বাবুনগরীকে হাসপাতালে ভর্তি করানো হয়।

শনিবার আল্লামা বাবুনগরীর ব্যাক্তিগত সহকারী মাওলানা ইনআমুল হাসান ফারুকী বলেন, গত বুধবার বাদ জোহর থেকে হঠাৎ কাঁপুনি দিয়ে গায়ে জ্বর আসে আল্লামা বাবুনগরীর। এরপর থেকে শারীরিক অবস্থা দূর্বল হতে থাকে। গতকাল জুমার আগে কিছুটা সুস্থতাবোধ করলেও পরে আবারো শারীরিক অবস্থা পূর্বের মতই হয়ে যায়। তবে বর্তমানে শরীরে জ্বর নেই। ডায়াবেটিস, পেশারও নিয়ন্ত্রণে আছে বলে জানা গেছে। এছাড়া কিডনিতে সামান্য সমস্যা ও দীর্ঘ মেয়াদি ডায়াবেটিস এর কারণে শরীরে পানি জমে গেছে। জানা গেছে, বাম পায়ে পানি জমে থাকায় সামান্য ইনফেকশন দেখা দিয়েছে।

দেশ বিদেশে সকলের কাছে আমীরে হেফাজতের পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘ নেক হায়াতের জন্য দুআ কামনা করেন তিনি।

এ জাতীয় আরো সংবাদ

Global Strike পালনের আহ্বান পীর সাহেব চরমোনাইর

আনসারুল হক

মেশিনগান পাহারা হাস্যকর নাটক : ফখরুল

আনসারুল হক

কওমী মাদরাসাঃ দেশ ও জাতির আশার আলো

আনসারুল হক