তুরস্কের সংবিধান সংস্কারের এখনই সময়: এরদোগান

তুরস্কের সংবিধান এখনই সংস্কার প্রয়োজন বলে মনে করছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। তিনি বলেন,এখনই সময় নতুন সংবিধানের খসড়া নিয়ে আলোচনা করার। আদালত ও অর্থনীতির বিষয়ে সংস্কার হওয়া উচিত। শিগগির সংস্কার প্রস্তাবনা প্রকাশ করা হবে।

সোমবার (১ ফেব্রুয়ারি) আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন।

তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেন, আমরা আমাদের প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলো আগামী ১৫ ফেব্রুয়ারি খুলে দেব। তবে যদি করোনা পরিস্থিতি আরও খারাপ হয় তখন তা পুনরায় বন্ধ করে দেওয়া হবে।

তুরস্কে গণতন্ত্র আর যাতে বিপন্ন না হয়, যেন ধর্মীয় স্বাধীনতা খর্ব না হয়- তার বিহিত করতেই রাজনৈতিক সংস্কার আনে এরদোগান সরকার।

এ জাতীয় আরো সংবাদ

আলজেরিয়ার প্রবীণ আলেমের ইন্তেকাল

নূর নিউজ

ইহুদিবাদি ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

আলাউদ্দিন

তালেবানের ক্ষমতা নিয়ে বাইডেন প্রশাসনের উপর চটলেন আশরাফ গনি

নূর নিউজ