মহাগ্রন্থ আল কুরআনের হাফেজদের যাতায়তের জন্য গাড়ী ভাড়া ফ্রি করে দিয়েছে ঢাকা-ফোনী রুটের বাস ‘নিউ যাত্রীসেবা’।
কুরআনের হাফেজদের সম্মানে এমন সিদ্ধান্ত নিয়েছে বাস কর্তৃপক্ষ। বাসের সামনে টানানো হয়েছে এমন একটি পোস্টার। তাতে লেখা ‘কুরআনে হাফেজদের জন্য গাড়ী ভাড়া ফ্রী’
শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ওই বাসের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন। ক্যাপশনে লিখেন ‘Love and respect (ভালোবাসা ও শ্রদ্ধা)।
ঢাকা মেট্রো-ব, ১৪-৮৩৩৯ নম্বরের বাসটির ছবি দেখে ধারণা করা যাচ্ছে, বাসটির রুট পারমিট নেওয়া হয়েছে ঢাকা থেকে ফেনী পর্যন্ত। এই বাসে হাফেজে কুরআনদের থেকে কোনো ভাড়া নেয়া হয় না।
সাইফুদ্দিন নিজের ভেরিফাইড ফেসবুকে ছবিটি পোস্ট করার পর তা ভাইরাল হয়।