কাতারে বিশেষ সম্মাননা পেল বাংলাদেশ দূতাবাস

বাংলাদেশ দূতাবাসকে বিশেষ সম্মাননা দিয়েছে
কাতারের রুমাইলা হাসপাতাল। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসকে সম্মাননা স্বরূপ দুইটি ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমানকে সম্মাননা স্বরূপ একটি প্রশংসাপত্র সার্টিফিকেট প্রদান করা হয়।

বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মুহাম্মদ মুস্তাফিজের হাতে সম্মাননা ক্রেস্ট ও প্রশংসাপত্র প্রদান করেন রুমাইলা হাসপাতালের পরিচালক ডাক্তার হানাদী আল হামাদ। হামাদ মেডিকেল সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

দীর্ঘ মেয়াদি চিকিৎসা সেবা নেয়া এবং অসুস্থ ব্যাক্তিকে দেশে পাঠানোর প্রক্রিয়া ও অসুস্থ ব্যাক্তির জন্য বাংলাদেশে পৌছানোর পূর্বে দেশে একটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করে দেয়াসহ নানাভাবে রুমাইলা হাসপাতালের কর্তৃপক্ষকে সহযোগিতা করে আসছে বাংলাদেশ দূতাবাস।

এ জাতীয় আরো সংবাদ

কাতারে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও একতরফা নির্বাচন বর্জনের দাবি

নূর নিউজ

রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মিসরের সৌজন্য সাক্ষাৎ

নূর নিউজ

আই.ই.বি কাতার চ্যাপ্টারের বার্ষিক বনভোজন সম্পন্ন

নূর নিউজ