আলনূর কালচারাল সেন্টার বাংলাদেশ শাখার উদ্যোগে বাংলা হস্তলিপি প্রতিযোগিতা অনুষ্ঠিত

নূর নিউজ: আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলনূর কালচারাল সেন্টার বাংলাদেশ শাখার উদ্যোগে বাংলা হস্তলিপি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২১ ফেব্রুয়ারী রোববার বিকাল তিনটায় ঢাকাস্থ আলনূর এডুকেশন কমপ্লেক্স মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশ নেয়। বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরুস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতা অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন মাদরাসাতুল মা’আরেফ ঢাকার পরিচালক ও আলনুর কালচারাল সেন্টারের শিক্ষা পরিচালক মাওলানা সাইফুল ইসলাম মা’আরেফী ও মাওলানা খালেদ সাইফুল্লাহ।

মাওলানা সাইফুল ইসলাম মা’আরেফী বলেন, আল-নূর কালচারাল সেন্টার পরিচালিত মাদরাসাতুল মা’আরেফে শিক্ষার্থীদেরকে প্রথম বর্ষ থেকেই মাতৃভাষা চর্চা ও বাংলা হস্তলিপির উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের এই আয়োজনের উদ্দেশ্য- কোমলমতি শিক্ষার্থীদের ভাষা আন্দোলন সম্পর্কে ধারণা দেয়া, ভাষা শহীদদের আত্মত্যাগ ও ভাষা সৈনিকদের অবদান সম্পর্কে তাদের জানানো এবং বাংলা ভাষা সম্পর্কে আমাদের করণীয় ও দায়িত্ববোধ সম্পর্কে তাদের সচেতন করা। চলতি বছর ছোট পরিসরে হলেও ভবিষ্যতে আলনূরের মাতৃভাষা দিবস কেন্দ্রিক এই আয়োজন আরো ব্যাপক ও প্রাণবন্ত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ জাতীয় আরো সংবাদ

রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তনের ক্ষমতা কারো নেই : জি এম কাদের

আনসারুল হক

মাওলানা আতাউল্লাহ আমীনসহ তিন আলেম রিমান্ডে

আনসারুল হক

গাম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপির বৈঠক

নূর নিউজ