কয়েক হাজার নকল টিকা উদ্ধার

মহামারি করোনার টিকা উদ্ভাবনের পর কিছুটা স্বস্তিতে বিশ্ববাসী। অনেকেই মনের বিশ্বাসে টিকা নিচ্ছেন। এবং তার ফলও পাচ্ছেন বলে জানা যাচ্ছে। তবে এরইমধ্যে বিশ্ববাসীর কাছে দুঃসংবাদ হচ্ছে করোনার নকল টিকা। ইতিমধ্যে বাজারে নকল টিকা আসার খবর মিলেছে। অসাধু ব্যবসায়ীরা এসব টিকা নিয়ে ব্যবসা করছেন।

সম্প্রতি চীন ও দক্ষিণ আফ্রিকা থেকে করোনার নকল ভ্যাকসিন জব্দ করেছে ইন্টারপোল। চীন ও দক্ষিণ আফ্রিকা থেকে মোট পাঁচ হাজার ৪০০ ভ্যাকসিন বাজেয়াপ্ত করা হয়েছে।

চীনে নকল টিকা উৎপাদনকারী চক্রের বিরুদ্ধে তিন চীনা ও এক জাম্বিয়ান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। সেখানকার সূত্র ধরে চীন থেকেও নকল ভ্যাকসিন বিক্রেতার একটি চক্রকে আটক করা হয়েছে। অভিযান চালিয়ে আরও ৮০ সন্দেহভাজনকে আটক ও তিন হাজার ডোজ নকল টিকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ইন্টারপোল।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের বাইরে জারিমিস্টনের একটি গুদামঘর থেকে নকল মাস্ক ও দুই হাজার ৪০০ ডোজ নকল ভ্যাকসিন জব্দ করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা ও চীনে নকল ভ্যাকসিন জব্দের পর সংস্থাটি জানায়, এটি সংঘবদ্ধ অপরাধের একটি নগন্য অংশ।

ইন্টারপোল জানিয়েছে, ‘দক্ষিণ আফ্রিকা ও চীনে গ্রেপ্তারের পাশাপাশি সংস্থাটি অন্যান্য দেশের নার্সিং হোমের মতো স্বাস্থ্য সংক্রান্ত কয়েকটি প্রতিষ্ঠান থেকে নকল ভ্যাকসিন বিতরণ ও জালিয়াতির প্রচেষ্টা সম্পর্কিত কিছু রিপোর্টও পেয়েছে।’

ইন্টারপোল আরও সতর্ক করে বলেছে, অনুমোদিত কোনও ভ্যাকসিনই বর্তমানে অনলাইনে বিক্রির জন্য পাওয়া যাচ্ছে না।

সূত্র: আল জাজিরা

এ জাতীয় আরো সংবাদ

মাদরাসায় প্রতিদিন জাতীয় সঙ্গীত পরিবেশন বাধ্যতামূলক করার সুপারিশ

আলাউদ্দিন

মুসলিম-অমুসলিম কোনো সম্প্রদায়ের প্রতি জুলুম সহ্য করা হবে না: মাওলানা আরশাদ মাদানি

নূর নিউজ

মসজিদুল হারামে বয়স্কদের তাওয়াফের জন্য বৈদ্যুতিক যান

নূর নিউজ