বাইতুল মুকাদ্দাসের খতীব গ্রেফতার

মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের খতীব ‘শায়খ ইকরামা সাবরিকে’ গ্রেপ্তার করেছে ইহুদিবাদি দখলদার ইসরায়েলি সেনারা। বুধবার (১০ মার্চ) সকালে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। খবর আলকুদস।

জানা যায়, অধিকৃত জেরুজালেমের আল সুওয়ানা পাড়ায় নিজ বাড়ী থেক বাইতুল মুকাদ্দাসের খতীব শায়খ ইকরামা সাবরিকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সকালের দিকে দখলদার বাহিনী শেখ সাবরির বাড়িতে হামলা চালায়। এবং ঘরে ঢুকে ব্যাপক তল্লাশী চালিয়ে তাকে আটক করে অজানা গন্তব্যের দিকে নিয়ে যায়।

সূত্র: আলকুদস ও আল-ওয়াফা নিউজ

এ জাতীয় আরো সংবাদ

ইসলামকে মহান ধর্মের স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

নূর নিউজ

আফ্রিকার মুসলিম দেশ মালিতে গোয়েন্দা মিশনে থাকা ফ্রান্সের দুই সেনা নিহত

আলাউদ্দিন

বাংলাদেশি আলেমের হাতে ইসলাম গ্রহণ করলেন জনপ্রিয় মার্কিন র‌্যাপার

নূর নিউজ