বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিলো ভারত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা সীমান্তে নিহত বাংলাদেশি আব্দুল মুমিন বাপ্পার (৩৭) লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২২ মার্চ) বিকাল ৬টায় উপজেলার ফুলতলা ইউনিয়নের বাংলাদেশ ভারত সীমান্তের বটুলী চেকপোস্ট এলাকা সংলগ্ন স্থানে বাংলাদেশের পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে লাশ হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ। পরে নিহত বাপ্পার পিতা আব্দুর রউফের হাতে লাশ হস্তান্তর করা হয়।

এর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও কদমতলা থানার পুলিশ লাশ নিয়ে সেখানে পৌঁছায়। এরপর আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরে বাংলাদেশের পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে লাশ হস্তান্তর করে ভারতের পুলিশ।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাঘনা বটুলী গ্রামের বাসিন্দা বাপ্পা (৩০) গত শনিবার দিবাগত রাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মারা যান। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরো সংবাদ

৪০০ কেজি জাটকা ইলিশসহ ৬ জনকে আটক, মাছ গেলো এতিমখানায়

নূর নিউজ

বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতায় থাকা যায় না: মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

নূর নিউজ

কেন শিক্ষার্থী বাড়ছে মাদরাসায়

নূর নিউজ