যুক্তরাষ্ট্রে অতর্কিত বন্দুক হামলায় পুলিশসহ নিহত ১০

যুক্তরাষ্ট্রে অতর্কিত এক বন্দুক হামলায় পুলিশসহ ১০ জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে দেশটির কলোরাডোর বোল্ডার শহরের এক সুপারমার্কেটে। খবর ইউএস টুডে-এর।

স্থানীয় সময় সোমবার (২২ মার্চ) দুপুর ২টা ৪৯ মিনিটে বোল্ডারের টেবল মেসা এলাকায় কিং সুপার্স গ্রোসারি মার্কেটে এই হামলা হয়। গুলি শুরু হলে লোকজন ছোটাছুটি শুরু করে। এ সময় ঘটনার আকস্মিকতায় অনেককে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এতে অন্তত ১০ জন নিহত হয়।

এর আগে ১৬ মার্চ যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় পৃথক তিনটি স্পা সেন্টারে এক বন্দুকধারী হামলা করলে এশিয়ান বংশদ্ভুত ছয় নারীসহ আটজন নিহত হন। এই হামলা এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় গণ-বন্দুক হামলা।

এ জাতীয় আরো সংবাদ

যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টের বিচারক হলেন ফেনীর নুসরাত

আনসারুল হক

যুক্তরাষ্ট্রকে ১ লক্ষ রোহিঙ্গা নেয়ার প্রস্তাব বাংলাদেশের

নূর নিউজ

ইমরান খানের মুক্তির দাবিতে ছাত্র-বিক্ষোভে ফুঁসে উঠেছে পাকিস্তান

নূর নিউজ