বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে মসজিদ পুনর্নির্মাণে বাধা দিলো ভারতীয় বিএসএফ

সিলেটের বিয়ানীবাজারের গজুকাটা সীমান্তে ২০০ বছরের প্রাচীন মসজিদ পুনর্নির্মাণে বাধা দিয়ে নো ম্যানস ল্যান্ডে বাঙ্কার বসিয়ে অবস্থান নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ কারণে পাল্টা অবস্থান নিয়েছে বিজিবি।

এ ঘটনায় মঙ্গলবার (২৩ মার্চ) সন্ধ্যায় সুতার কান্দি আন্তর্জাতিক চেকপোস্টে ভারতের অংশে বিজিবি ও বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহ আলম সিদ্দিকীর নেতৃত্বে সাত সদস্যের একটি দল অংশ নেয়। অপরদিকে বিএসএফ-৭ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এনএস মিনহাজের নেতৃত্বে অংশ নেয় ভারতীয় দল।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহ আলম সিদ্দিকী বলেন, ‘বিধি বহির্ভূতভাবে ১৫০ গজের ভেতরে নো ম্যানস ল্যান্ডে বাঙ্কার নির্মাণ করে অবস্থান নেয়ায় বিজিবির আহ্বানে সীমান্তে পতাকা বৈঠক হয়। বৈঠকে আন্তর্জাতিক আইন মেনে অবিলম্বে বাঙ্কারটি সরিয়ে নিতে বিএসএফকে বলা হয়েছে। এর আগে কখনো এরকম বেআইনিভাবে বাঙ্কার নির্মাণ করেনি বিএসএফ। এখন আমরা অপেক্ষা করছি তারা বাঙ্কার সরিয়ে নেবে।’

তিনি আরও বলেন, ‘বিয়ানীবাজারের দুবাগ ইউনিয়নের সীমান্তবর্তী গজুকাটা এলাকায় সীমান্তের ১৩৫৭ নম্বর পিলারের বাংলাদেশ অংশে প্রায় ২০০ বছরের প্রাচীন এই মসজিদটি সীমান্তের ২০০ গজের মধ্যে হওয়ায় ২ বছর ধরে আমরা আইন অনুযায়ী মসজিদ সংস্কারে বিএসএফ’র অনুমতি চেয়ে আসছি। কিন্তু এ ব্যাপারে তারা কোনো সাড়া দেয়নি। এর ফলে সম্প্রতি স্থানীয় মুসল্লিরা মসজিদের সংস্কার কাজ শুরু করলে বিএসএফ এতে বাধা দেয় এবং গত রোববার সীমান্তে বাঙ্কার নির্মাণ করে অবস্থান নেয়। সেখানে বিএসএফ’র অবস্থানের কারণে বিজিবিও পাল্টা অবস্থান নিয়েছে।’

দুবাগ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আফতাব উদ্দিন বলেন, ‘বিয়ানীবাজার উপজেলার গজুকাটা সীমান্ত এলাকার ১৩৫৭ নম্বর পিলারের ভেতরে বাংলাদেশ অংশে গজুকাটা গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের ২০০ বছরের পুরনো পাকা ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় পুনর্নির্মাণের উদ্যোগ নেয়া হয়। ২০১৮ সালে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত গ্রামবাসী নেয়ায় বিজিবির সহায়তা চাওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘তৎকালীন বিজিবি-৩২ ব্যাটালিয়নের কমান্ডার বিএসএফ’র কমান্ডারের সঙ্গ বৈঠক করেন। বৈঠকে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত হলে কাজ শুরু হয়। কিন্তু নির্মাণ কাজের নিচ অংশের পিলারসহ আনুষঙ্গিক কাজ শেষে ছাদ ঢালাইয়ের জন্য প্রস্তুতির এক পর্যায়ে বিএসএফ সরাসরি বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে কাজে বাধা দেয়।

এ জাতীয় আরো সংবাদ

দুপুরে মৃত ঘোষণার পর, বিকালে জীবিত অবস্থায় হাসপাতালে ভর্তি

নূর নিউজ

বুখারেস্ট বিমানবন্দরে ফ্লাইটের অপেক্ষায় হাদিসুরের মরদেহ

নূর নিউজ

সাড়ে ৫৪ লাখ টন জ্বালানি তেল কিনবে সরকার

নূর নিউজ