ইসরাইলে দূতাবাস খুলছে বাহরাইন : হামাস ও মুসলিম বিশ্বের নিন্দা

ফিলিস্তিনিদের স্বার্থ ও ন্যায্য অধিকারকে উপেক্ষা করে অভিশপ্ত ইসরাইলে দূতাবাস খুলছে মুসলিম দেশ বাহরাইন। ইতোমধ্যে দেশটির খলিফা ইসরাইলে নিয়োগ দেওয়ার জন্য রাষ্ট্রদূতের নামও ঘোষণা করেছে।

বাহরাইনের এসব পদক্ষেপের তীব্র নিন্দা ও ঘৃণা জানিয়েছেন হামাস মুখপাত্র হাজেম কাসেম। তিনি বলেন, ‘এই চুক্তির ফলে ফিলিস্তিন ইস্যুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অপরাধমূলক তৎপরতা চালাতে ইসরাইলকে আরও বেশি উৎসাহিত করবে।’

প্রতিবাদে তিনি বলেন, ‘ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির মধ্য দিয়ে বাহরাইন যে রাজনৈতিক ভুল করেছিল, বারবার তারই চর্চা করছে দেশটি।’

ইতোমধ্যে এ নিয়ে সাধারণ মুসলিমরাও বাহরাইনের সমালোচনা করছেন। তারা বলছেন, এর মধ্য দিয়ে ইসরাইলকে আস্কারা দেওয়া হবে। দেশটি ফিলিস্তিনিদের ব্যাপারে কখনওই নমনীয় হবে না।

এর আগে, গত ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর গত মাসে হোয়াইট হাউসে সংযুক্ত আরব আমিরাত-বাহরাইন এবং তেলআবিব শান্তিচুক্তি স্বাক্ষর করে।

সূত্র, আনাদোলু এজেন্সি।

এ জাতীয় আরো সংবাদ

কুরআন পুড়িয়ে সুইডেন সরকার মুসলমানদের কলিজ্বায় আঘাত দিয়েছে: চরমোনাই পীর 

নূর নিউজ

৫ লাখ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু, যা বললেন বাইডেন

আলাউদ্দিন

যুক্তরাষ্ট্রে প্রতিদিন ১ লক্ষ করোনা রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে

নূর নিউজ