সৌদির রাজধানী রিয়াদে ড্রোন হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানে হামলা চালিয়েছে হাউথি বিদ্রোহী গোষ্ঠি সমর্থিত ইয়েমেনের সামরিক বাহিনী।

বৃহস্পতিবার( ১ এপ্রিল) ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আজ (বৃহস্পতিবার) তার টুইটার পেজে লিখেছেন, “আমাদের ড্রোন ফোর্স রিয়াদের চারটি গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানে হামলা চালিয়েছে এবং ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে।”

তিনি বলেন, সৌদি আগ্রাসনের মোকাবেলায় এ ধরণের পাল্টা আঘাত ইয়েমেনের ন্যায্য অধিকার। যতদিন পর্যন্ত ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন ও অবরোধ অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত ইয়েমেন থেকে পাল্টা আঘাত চলবে।

তবে এই হামলা সম্পর্কে সৌদি সরকার বা সৌদি গণমাধ্যমের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। ইয়েমেনে ২০১৫ সালের মার্চ মাস থেকে শুরু হওয়া সৌদি আগ্রাসন এখনও চলছে। এতে সার্বিক সহযোগিতা দিয়ে আসছে সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি আঞ্চলিক দেশ ও যুক্তরাষ্ট্র।

সূত্রঃ পার্সটুডে

এ জাতীয় আরো সংবাদ

সংবিধান মেনে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে সরকার

নূর নিউজ

ভোটের আগে পিটার হাসের ‘আত্মগোপনের’ প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র

নূর নিউজ

চারবার নয় একবার সুযোগ দিন, পাকিস্তানের ভাগ্য বদলে দিব: বিলাওয়াল

নূর নিউজ