ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে রকেট হামলা

ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আমেরিকার সেনাদের লক্ষ্য করে আবারও রকেট হামলা চালানো হয়েছে। দেশটির বালাদ অঞ্চলে মার্কিন সেনাদের আবাসিক এলাকায় দুইবার রকেট হামলা চালানো হলেও এতে হতাহতের খবর পাওয়া যায়নি। খবর স্পুটনিক ও মেহের নিউজের।

গতকাল রোববার (০৪ এপ্রিল) মার্কিন সেনাদের লক্ষ্য করে দুই দফা এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে ইরাকের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, রকেট দুটি মার্কিন ঘাঁটির বাইরে এসে পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বরাবরের মতো এবারও আমেরিকা এ হামলার জন্য ইরানকে দায়ী করেছে।

এর আগে, গত ২০ মার্চ আরেকটি মার্কিন ঘাঁটিতে জোড়া রকেট হামলায় দুই সেনা আহত হয়েছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরুর নির্দেশ হাউস স্পিকারের

নূর নিউজ

যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলি হামলায় শহীদ শতাধিক ফিলিস্তিনি

আনসারুল হক

মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্প প্রশাসনের হিসাব ভুল : এরদোয়ান

আনসারুল হক