ডুবে যাওয়া লঞ্চে মিলল আরও ২২ মরদেহ

এসকে ৩ কোস্টার নামের একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবিতে আরও ২১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬ জনে।

সোমবার (০৫ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে উদ্ধারকারী জাহাজের সহায়তায় লঞ্চটি তীরে আনা হয়। এরপর লঞ্চটির ভেতর থেকে একে একে মরদেহগুলো বের করে আনেন উদ্ধারকর্মীরা। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার।

লঞ্চটি ডুবে যাওয়ার পর ২৬ জন যাত্রী তীরে উঠতে সক্ষম হয়েছিলেন। বাকিরা নিখোঁজ ছিলেন। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কাজ করেন বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, দমকল বাহিনী, নৌ ও থানা পুলিশের উদ্ধারকর্মীরা। এ ঘটনায় ইতোমধ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।

এর আগে, রোববার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকার ব্রিজের কাছাকাছি স্থানে এ ঘটনা ঘটে। রাতে একে একে ৫ নারী যাত্রীর লাশ উদ্ধার করা হয়। একই দিন বিকাল ৫টা ৫৫ মিনিটে লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের দিকে রওনা দিয়েছিল।

এ জাতীয় আরো সংবাদ

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা: ফতোয়াদাতা ওলামা শাখার প্রধান গ্রেফতার

নূর নিউজ

পাকিস্তানের মাওলানা ফজলুর রহমানের সাথে সাক্ষাৎ করলেন জমিয়ত নেতা মহিউদ্দিন ইকরাম

আলাউদ্দিন

প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদের সাক্ষাৎ, নির্বাচন ও নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা

নূর নিউজ