লকডাউন নয়, কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

নূর নিউজ: লকডাউন নয়, সরকার কঠোর বিধিনিষেধ জারি করেছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (০৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় আজ থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার বসে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে আজ মন্ত্রিসভার বৈঠক থেকে বের হয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বিশেষজ্ঞদের পরামর্শে রিকশাকে লকডাউনের বাইরে রাখা হয়েছে। সেজন্য বইমেলা কর্তৃপক্ষের অনুরোধে স্বাস্থ্যবিধি মেনে অমর একুশে বইমেলা খোলা রাখা হয়েছে। আজ লকডাউনের প্রথম দিন থেকে বইমেলা পর্যবেক্ষণ করা হবে।

বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, সরকারের দেওয়া ১১ দফার যে নির্দেশনা তা কঠোরভাবে যেন মানুষ মানে সে ব্যাপারে কঠোরভাবে মনিটরিং করার জন্য মন্ত্রিসভাকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ জাতীয় আরো সংবাদ

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনেও সঙ্গে থাকার বার্তা জাপানের

নূর নিউজ

সংসদ অধিবেশন শুরু মঙ্গলবার, আশপাশে বিক্ষোভ-সমাবেশে নিষেধাজ্ঞা

নূর নিউজ

এবারও হচ্ছে না বিশ্ব ইজতেমা, টঙ্গী থেকে বের হচ্ছে চিল্লার জামাত

নূর নিউজ